দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে এসসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপজেলার ১৬ ইউনিয়ন ও ১৪৪ ওয়ার্ড থেকে আগত ১,১৩৬ জন ভোটারসহ শত শত নেতাকর্মী অংশ নেন। বিকেলে ভোটগ্রহণ শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নির্বাচনের ফলাফল সভাপতি: শহিদুল হক বাবুল (৫৩৫ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী এফ.এম. শামীম আহসান পান ৩০৯ ভোট, অধ্যাপক আব্দুল আউয়াল পান ২৪৪ ভোট। সাধারণ সম্পাদক: মেহেদী হাসান ইয়াদ (৫৮২ ভোট)। প্রতিদ্বন্দ্বী ফকির রাসেল আল ইসলাম পান ৪৬১ ভোট এবং আফজাল হোসেন জোমাদ্দার পান ৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক: অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু (৪৮৯ ভোট) ও মো. ফিরোজ তালুকদার (৩৮৬ ভোট) নির্বাচিত হন। অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত হোসেন খসর” পান ২২৬ ভোট, মো. ইউনুস আলী আকন ১২৮ ভোট, মো. জাহাঙ্গীর হাসান লাভলু ২৫৬ ভোট এবং আবুজাফর মো. ফয়জুল হক পান ৩০৬ ভোট। সভাপতি পদের ১৩টি, সাধারণ সম্পাদক পদের ২০টি এবং সাংগঠনিক সম্পাদক পদের ১৮টি ভোট বাতিল হয়।
ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। তিনি বলেন, “সবার ঐক্য ও সহযোগিতায় মোরেলগঞ্জে একটি শক্তিশালী বিএনপি গড়ে তোলা হবে।” শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করেছে।