শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৪:৩১


অন্তর্বর্তী সরকার জনগণকে ধীরে ধীরে হতাশ করে তুলছে’ - -মাইনুল হাসান সাদিক

রিপোর্টার : ছাদেকুল ইসলাম রুবেল
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ , রাত ০৯:৩২
প্রিন্ট ভিউ

গাইবান্ধায় ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন।

৭ নভেম্বার বৃহস্পতিবার সকালে উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 মিছিল নিয়ে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ হয়।

গাইবান্ধা জেলা বিএনপির,সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহামুদুননবী টিটুল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান বাবু,প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন,জেলা বিএনপির সহ- সভাপতি শহিদুজ্জামান শহিদ,যুগ্ম- সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,কৃষক দলের আহবায়ক মোস্তাক,ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জীমসহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।


এ সম্পর্কিত আরও পড়ুন