শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৩:৪৪


জমি সংক্রান্ত বিরোধে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, চার বিঘা ফসলি জমি বিনষ্ট।

রিপোর্টার : আবু রায়হান লিটন
প্রকাশ : বুধবার , ৬ নভেম্বর ২০২৪ , রাত ০৯:০২
প্রিন্ট ভিউ

নওগাঁ জেলার পত্নীতলার এক কৃষকের ৪ বিঘা জমিতে বিষ স্প্রে করে আমন ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ১লা নভেম্বর রাতে উপজেলার ডাসনগর গ্রামে। ধান নষ্ট হওয়ায় দিশাহারা ওই জমির কৃষক হারুনুর রশিদ। এঘটনায় পত্নীতলা থানায় জিডি করেছেন ভুক্তভোগি কৃষক। 

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগি হারুনুর রশিদের  ডাসনগর গ্রামের ধানের ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে, আমন ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে। ধানক্ষেতে বিষ স্প্রে করার ফলে ধানের গোছালীর ওপরে পাতাগুলো হলুদ হয়েগেছে। নিষ্প্রাণ পাতাগুলো মরে গেছে। ৪বিঘা ধানক্ষেতই পুড়ে গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলিত বছরের ১০ অক্টোবর বিকালে মোঃ মকবুল-সহ কয়েক জন আমার বাড়িতে এসে, পূর্ব শত্রুতার জেরে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে, আমি নিরুপায় হয়ে তাদেরকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করি।

এলাকাবাসী জানান, তারা চাচাতো জেঠাতো ভাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগ থেকে শত্রুতা বয়ে আসছে, এছাড়া মকবুল হোসেন ক্ষমতাচ্যুত  আওয়ামী লীগের দাপট দেখিয়ে, বিভিন্ন জনের জায়গা জমি দখল করে আসছে। 

আওয়ামী লীগ সরকার পতনের পরে বিষয়টি আবারও উঠে এসেছে তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনা।

এই বিষয়ে ইউপির ১০ নং ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন বলেন মোহাম্মদ মজবুল দীর্ঘদিন যাবৎ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় গ্রামের গরীব, অসহায় মানুষের উপর অন্যায়, অত্যাচার নিপীড়ন, করে আসছিল।

ঘটনাস্থল পরিদর্শনে জমির মালিক হারুনুর রশিদের সাথে দেখা করা যায়নি তবে মোবাইল ফোনে তিনি বলেন  মোঃ মকবুল দীর্ঘদিন যাবত আমার উপর এই অন্যায় করে আসছে তার জন্য আমি থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ মকবুল সহ কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।।

এবিষয়ে পত্নীতলা থানার ওসি বলেন ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ধানক্ষেত নষ্ট করার ঘটনায় থানায় জিডি করেছে ওই কৃষক। জিডিমূলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ সম্পর্কিত আরও পড়ুন