শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৩:৩৯


বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ , সকাল ১১:৪৬
প্রিন্ট ভিউ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলাম।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রায় ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।