হোসেনপুরে হাতি দিয়ে চাঁদা আদায়ের কারণে ব্যবসায়ী ও পথচারীগণ অতিষ্ঠ হলেও দেখার যেন কেউ নাই।
কিছু দিন আগেও কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার মিষ্টন নামের এক ওষুধ ব্যবসায়ী হাতির মন মত চাঁদা না দেওয়ার কারণে হাতি শুর দিয়ে পেঁচিয়ে ওই ব্যবসায়ীকে আচার মেরে নির্মমভাবে হত্যা করে।
এর পর কিছুদিন হাতি দিয়ে চাঁদা আদায় বন্ধ থাকলেও বছর যেতে না যেতেই আবারও চাঁদা আদায় শুরু হলেও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
সোমবার (১৮ নভেম্বর ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একটি হাতি দিয়ে রাস্তায় চলাচল করা গাড়ির গতিরোধ করে চাঁদা আদায় করে আসছেন। এমনকি দোকান ব্যবসায়ীদের কাছ থেকে ও চাঁদা আদায় করা হচ্ছিল।
এ সময় দেখা যায় হাতির পিঠে সওয়ার হওয়া মাহুত তার মন মত চাঁদা আদায় না হলে হাতি সংকেত দিয়ে সর্তক করে দেয়, ফলে হাতির গর্জনে পথচারী ও ব্যবসায়ীগণ অনিচ্ছা সত্বেও মাহুতের ইচ্ছা পুরণে চাঁদার টাকা দিলেই হাতি বিদায় নিচ্ছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিমন বোস জানান, হাতির অবস্থান চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।