শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৩:৩৫


নিয়মিত যোগাযোগ করেন পুতিন ও মাস্ক,তদন্ত চান নাসাপ্রধান

রিপোর্টার : সিএনএন
প্রকাশ : রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ , রাত ০২:২৩
প্রিন্ট ভিউ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালের শেষ দিক থেকে ‘নিয়মিত যোগাযোগ’ করছেন। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটি প্রকাশের পর শুক্রবার বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক বিল নেলসন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ‘ব্যক্তিগত নানা বিষয়, ব্যবসা, ভূরাজনৈতিক উত্তেজনা’ নিয়ে আলোচনা করেছেন মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। কারণ, স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক আছে। এ সম্পর্কের কারণে মার্কিন সরকারের স্পর্শকাতর তথ্য ও গোয়েন্দা তৎপরতা সম্পর্কে নানা কিছু জানার সুযোগ রয়েছে মাস্কের।

এ নিয়ে আরেক মার্কিন গণমাধ্যম সেমাফোরকে বিল নেলসন বলেন, ‘ঘটনাটি সত্য কি না, তা আমি জানি না। আমি মনে করি এটা তদন্ত করা উচিত। ইলন মাস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে একাধিকবার আলোচনা হওয়ার ঘটনাটি সত্যি হলে, তা উদ্বেগজনক, বিশেষ করে নাসা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কিছু গোয়েন্দা সংস্থার জন্য।’

বিষয়টি নিয়ে জানাশোনা আছে—এমন একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে মাস্কের যোগাযোগের নিয়ে গত বছর শঙ্কা প্রকাশ করেছিলেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। কিন্তু মাস্ক মার্কিন নাগরিক হওয়ায় দেশটির গোয়েন্দা মহল বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয়নি।

হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তাঁরা মাস্ক ও পুতিনের যোগাযোগের বিষয়ে আগে কিছু জানতেন না। গণমাধ্যমটির দাবি, মাস্ক ও পুতিনের আলোচনার বিষয়টি গোপন করে রেখেছিল মার্কিন সরকার। এই দুই ব্যক্তির মধ্যে আলোচনার বিষয়টি একাধিক বর্তমান ও সাবেক মার্কিন, ইউরোপীয় এবং রুশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ককে তাঁর প্রতিষ্ঠানের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা তাইওয়ানে চালু না করতে অনুরোধ করেছিলেন পুতিন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তরফে পুতিন মাস্ককে এ অনুরোধ করেছিলেন। যদিও এসব যোগাযোগের বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের কাছে কোনো মন্তব্য করেননি মাস্ক।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি দেখেছেন। কিন্তু বিষয়টি নিশ্চিত করার এখতিয়ার হোয়াইট হাউসের নেই। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পুতিন ও মাস্কের মধ্যে শুধু একবার আলোচনা হয়েছে। এ সময় তাঁরা ‘মহাকাশের পাশাপাশি বর্তমান ও আগামী দিনের প্রযুক্তি নিয়ে’ আলোচনা করেছেন।