শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ , সকাল ০৯:৩০


খুলনা সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ৭ থেকে ৮ জন আহত

রিপোর্টার : খুলনা ব্যুরো
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ , রাত ০৯:০১
প্রিন্ট ভিউ

খুলনা সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের  একটি প্রশিক্ষণ ডবল কেবিনের পিক আপ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরংঘাটা বাইপাস সড়কে আজ ১৩ নভেম্বর দুপুর দুইটায় দুর্ঘটনায় প্রায় ৭ থেকে ৮ জন আহত হয়েছে।

ঘটনার বিষয়ে প্রশিক্ষক মিলন বলেন, গাড়িটির ডান পাশের পিছনে চাকা বাস্ট হয়ে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে কতজন আহত আছে সেটা আমি বলতে পারব না।

এলাকাবাসীরা জানান, ৭ থেকে ৮ জন আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের চিকিৎসার জন্য ভর্তি করার মতন কেউ ছিল না। 

এ সময় টিটিসির শিক্ষার্থীসহ শিক্ষকরা একটি গাড়ি  নিয়ে এলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজে যাওয়ার কথা বলে এলাকাবাসীরা। তবে উল্টো শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলামকে আনতে টিটিসি তে রহনা হোন।

এ বিষয়ে এই ঘটনায় টিটিসি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টা আমি শুনেছি। আমার কিছু শিক্ষার্থীরা আমাকে নিতে পৃথিবীতে এসেছে শুনেছি। তবে আমাকে নিতে ও আসতে বলিনি তাদের আমি মোটরবাইক নিয়েই আড়াইশো ভোটের উদ্দেশ্যে রওনা হয়েছি।

আরংঘাটা থানার এস আই এস এম রাজিবুল আলম বলেন, ঘটনার স্থান পর্যবেক্ষণ করে দেখেছি। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান এ ঘটনায় ৬ থেকে ৭ জন আহত আছে তাদের খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।