বাগেরহাটের মোরেলগঞ্জের ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে পূর্ব চরহোগলাবুনিয়া গ্রামে রাত ১টার দিকে।বৃহস্পতিবার বেলা ১১টায় এ হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জানাগেছে,উপজেলা হোগলাবুনিয়া ইউনিয়নের পূর্ব চর হোগলাবুনিয়া গ্রামের ৫ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বুধবার দিবগত রাত ১টার দিকে কতিপয় দুর্বৃত্তরা হামলা চালিয়ে অফিসের মূল ফটকের শাটারের তালা ভেঙ্গে ভাংচুর করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি তছনছ করে।
হামলাকারিরা এ সময় চেয়ার টেবিল ব্যানার ভাংচুর করে ফেলে রেখে যায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে তদন্ত পূর্বক অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।প্রতিবাদ বিক্ষোভ শেষে বক্তৃতা করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছত্তার শেখ,সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার,বিএনপি নেতা মজিবুর রহমান হাওলাদার,বাগেরহাট জেলা যুবদল নেতা মনিরুজ্জামান শিল্পি,জেলা ছাত্রদল নেতা মিরাজ হোসেন,ইউনিয়ন ছাত্রদল নেতা তানভির আহমেদ,বিএনপি নেতা জাহিদ শেখ,দেলোয়ার হোসেন,নাসির মৃধা প্রমুখ।